Hello guys I am Parban Debnath from inarAsiya YouTube channel,আজ আমি বলব কি করে একটি apk এর ভিতরে মালমসলা সুরক্ষিত ভাবে বাইরে বের করে edite করে পুনরায় (" .apk" )decompile করে যে কোনো android application কে mod কিংবা বলতে পার ক্রেক apk তৈরি করতে পারবেন, তাহলে শুরু করা যাক আজকের টিউটরিয়াল।
[DOWNLOAD]
আমরা যা যা দরকার
➥Xml editor or File Manager - Es File xpose
➥How To Extract App Source with Apktool X
another xml eitor
Dowbload করে নিন এই টুল গুলি এবং তৈরি হয়েনিন কাজ করার জন্য ।
Install করুন Apktool app,তার পর ছবির মত manu option এ যাবে,
তারপর ছবির মত settings option এ যাবে,
setting এ ভিতরে সবার শেষে root নামে একটা option আছে,
সেই option টায় একটা ফাকা box আছে (ছবির মত) box টির মধ্যে টিক মার্ক দাও,
box এ চিকমার্ক দিলে দেখতে পাবে রুট পারমিশন চাইছে,root permissions grant বা allow করবে |
এখন কাজ শেষ হয়নি।এর পর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে | নিচের ছবির মত"appt version" option টাতে ক্লিক করো,
appt version এ ক্লিক করলে নিচের ছবির মত দেখা,এ খানে তোমাদের মোবাইল যে Android version রয়েছে সেই option টা তে
এই খানে ক্লিক কর যদি তোমাদের মোবাইল 4.0. কম থেকে 4.4 এর মধ্যকার ভারসান হয় তবে তোমরা 4.4 option সিলেক্ট করো এবং যাদের 5.0 lollipop তারা 5.0 সিলেক্ট করো। আসাকরি আর বলা লাগবেনা, আর 3টা version এর জন্য, গুরুত্বপূর্ণ কথা you যাদের naugat তারা 6.0 optionটা সিলেক্ট করো,
তার পর back করো আবার প্রধাণ মেনুতে ফিরে এসে
app টি exit করো।
এবং পুনরায় app টি open করো তারপর স্ক্রল করে দেখতে পাবে storage folder
সেই খানে ক্লিক করুন।
তারপর যে কোন একটি storag সিলেক্ট করো, আমি sdcard1 মানে,
External memory (SD card)সিলেক্ট করলাম |
তারপর নিজের মন মত
একটা নতুন folder বানায়। তারপর সেই নতুন folder টাতে ক্লিক করে কিছুক্ষন ধরে রাখলে দেখতে পাবে কয়েকটি option আসছে
নিচের ছবিটার মত।
এবার set as apk default access foder_option টিতে ক্লিক করুন। এবার কাজ শেষ।
এবার আপনি যে কোন apk application এর xml file edite করে খুব সহজেই mod বা ক্রেক করতে পারবেন।
আশাকরি সবার এই টিউটরিয়ালটি ভালো লেগেছে এবং ছবি গুলো দেওয়ার আমার মনেহয় অনেক বেশি বুঝতে শুবাধে হয়েছে।এর পরেও
কারুর কোন সমস্য হলে আমার Facebook Group আছে,সেইখানে যুক্ত হতে পারো তোমাদের সমস্যা তুলে ধরতে পাররো, অনেক রুট স্পেসালিস্ট এই group এর সাথে যুক্ত।
Facebook group